নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক ও ভটভটির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১১ জন।
আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, চুয়াডাঙ্গা থেকে বালিভর্তি ট্রাক দর্শনার দিকে যাচ্ছিল। এ সময় ২৩ জন মাটিকাটা শ্রমিক একটি ভটভটিযোগে দামুড়হুদার বড়বলদিয়া গ্রাম থেকে চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে আসছিল। জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আটজন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর তিনজন এবং দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন মারা যায়।
প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী বারিকুল জানান, ট্রাকের ড্রাইভার ঘুম ঘুম চোখে সেটি চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, ঘটনাস্থলে আটজন এবং চিকিৎসাধীন অবস্থায় চার নিহত হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।