বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশির হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

মুরাদ হোসেন. চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির হামলায় একই পরিবারে অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচ জন আহত হয়েছে। এদের মধ্য তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিকালে উপজেলার কুতুবপুর কাটাবাগানপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হল- দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের কাটাবাগানপাড়ার মৃত ওদন আলির ছেলে আউজ আলী, তার স্ত্রী সিরাতোন নেছা, বড় মেয়ে আফরোজা খাতুন, মেজ মেয়ে আমেনা ও ছোট মেয়ে নাজিরা।

আউজ আলি জানান, দুপুরে প্রতিবেশি ই¯্রাফিল আলির ছাগল তাদের বাড়ির উঠানে লাগানো বেশ কয়েকটি গাছ খায়। বিষয়টি সিরাতোন নেছা ই¯্রাফিলকে জানায় তোমার ছাগলে আমাদের গাছ খেয়েছে। এ নিয়ে উভয়ের মধ্য প্রথমে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ই¯্রাফিলসহ তার পরিবারের সদস্যরা হাসুয়া, লোহার রড ও বাটাম দিয়ে পিটিয়ে চার নারীসহ একই পরিবারের পাঁচ জনকে আহত করে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে তিনজনকে চিকিৎসাধীন রাখা হয়।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular