নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেন বিচারক। দামুড়হুদার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় গুলিবিদ্ধ হয়ে শিবিরকর্মী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম নিহত হয়।
পরদিন দামুড়হুদা মডেল থানার এসআই বিএম আফজাল হোসেন বাদী হয়ে সাড়ে ৩শ’ জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। ওই মামলার ওয়ারেন্টভুক্ত জামায়াতের ১৭ নেতাকর্মী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।
দামুড়হুদার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।