চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার দিবাগত রাতে ওসি আবু জিহাদ মো.ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ শহরের রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সাত্তার উপজেলার পাইকপাড়া গ্রামের নিজম উদ্দীন মন্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আব্দুস সাত্তার চরমপন্থীদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ থানায় একডজন মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।