বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে পুলিশ অস্ত্রসহ সন্ত্রসী বোমা কামালকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ সুপারের কার্যলয়ে এব্যাপরে দুপুরে সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম ও কলিমউল্লাহ।
শুক্রবার দুপুরে তাকে আমলী আলমডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিচারক আব্দুল হালিম জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
গ্রেফতারকৃত- বোমা কামাল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাগানপাড়ার সাহেব আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী বোমা কামালের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে ওয়ান শুটারগান উদ্ধার করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
জেলার চারটি থানায় বিশেষ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বলেন, তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular