নিউজ ডেস্ক:
রোদ, ধূলাবালি আর অযত্নে কুঁকড়ে যাওয়া চুল অনেকেই বাসায় বসে মেসিনের সাহায্যে স্ট্রেইট করেন। কিন্তু নিয়মিত মেশিনের সাহায্যে চুল স্ট্রেইট করলে চুল রুক্ষ হয়ে ভেঙে যায়। তাই প্রাকৃতিক উপায়ে চুল সোজা করাই সবচেয়ে নিরাপদ। কলা, দই ও মধু দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক ব্যবহারে চুল হবে স্ট্রেইট ও ঝলমলে।
কীভাবে তৈরি করবেন হেয়ার প্যাক-
এজন্য আপনার প্রয়োজন হবে এক কাপ দই, দুইটি পাকা কলা ও দুই টেবিল চামচ মধু।
চামচ দিয়ে কলা চটকে নিন। একটু বেশি পেকে যাওয়া কলা হলে ভালো হয়। কলার পেস্টে দই ও মধু মেশান। মিশ্রনটি হাতের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান।
যাদের চুল রুক্ষ ও যত্নের অভাবে কোঁকড়া হয়ে গেছে, তাদের জন্যই এই হেয়ার প্যাকটি। প্রাকৃতিকভাবেই যাদের চুল কোঁকড়া এটি ব্যবহারে তাদের চুল স্ট্রেইট হবে না। তবে স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে হবে।