বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুলের জন্য জরুরি !

নিউজ ডেস্ক:

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সাজ-সরঞ্জামের বাক্সেও। ফলে এতদিন যে সব জিনিস ব্যবহার করার কথা আপনি ভাবেননি তা ব্যবহার করতে পারছেন অনায়াসে।

ড্রায়ার ব্রাশ
সাধারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর ক্ষেত্রে চুলের ভলিউম বাড়ে ঠিকই। কিন্তু যখনই চুল আঁচড়াচ্ছেন তখন চুল আবার যা তাই হয়ে যায়। সেক্ষেত্রে ড্রায়ার ব্রাশ কিন্তু ভালো অপশন। এক্ষেত্রে হেয়ার ড্রায়ার এবং হেয়ার ব্রাশ একসঙ্গে পাচ্ছেন। ফলে চুলের ভলিউম বাড়ছে এবং ব্লো -ড্রাই অনেকটা প্রফেসনাল ছোঁয়া পাচ্ছে।

ট্যাঙ্গল টিজার
ছোট আকারের এই চিরুনি কিন্তু চুলের জট ছাড়ানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা নেয়। বড় চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। সেই অসুবিধা কিন্তু এই চিরুনির ক্ষেত্রে হয় না। ফলে চুল পড়ার সমস্যা অনেকটা কম হয় এবং চুল হয় সিল্কি এবং স্মুদ। তাই অবশ্যই ব্যবহার করতে পারেন।

ডিফিউজার
ডিফিউজার মূলত কোকড়ানো চুলের জন্য দরকারি। আসলে হেয়ার ড্রায়ারের মুখে এটি লাগিয়ে ব্লো-ড্রাই করলে আপনার চুলের রিংগুলি ফ্রিজি হবে না। ফলে আপনার চুলের জন্য এটা জরুরি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular