1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের ওপর বসেছে অস্থায়ী ছাগলের হাট | Nilkontho
২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
কুবির সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে সোপর্দ হুফফাজ ফাউন্ডেশন এর আয়োজনে কচুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ক্বেরাত সম্মেলন সম্পন্ন কমানো রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ফিস আমরা সিন্ডিকেটের হাত ভেঙে ফেলব: সারজিস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : রিউমর স্ক্যানার কাজাখস্তানে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৪০ এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করতে চাই ফ্যাসিবাদি সরকারের পতন যে পরাশক্তিগুলো মেনে নিতে পারেনি;উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে গুরুতর জখম শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে: মোহাম্মদ শাহজাহান কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বই বিতরণ : এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়ন পরিষদে ফিরছে জনগনের নাগরিক সেবা ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন ইরফান: র‍্যাব জানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সফরসঙ্গী যারা নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১ স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের নেতৃত্বে হাবিবুল-ইমরান আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ ছাড় দিচ্ছে বিমান মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের ওপর বসেছে অস্থায়ী ছাগলের হাট

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪

স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে চুয়াডাঙ্গা বড় বাজারে মাথাভাঙ্গা ব্রিজের ওপর কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ছাগল বেচাকেনা। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ঈদুল আজহার আগের পাঁচ দিন মাথাভাঙ্গা ব্রিজের ওপর স্থানীয়সহ আশপাশের এলাকা থেকে বিক্রেতারা কোরবানির জন্য ছাগল নিয়ে আসনে। বছরের পর বছর ধরে কোরবানির ছাগল বেচাকেনার জন্য স্থানটি এখন অস্থায়ী ছাগলের হাটে পরিণত হয়েছে। কোরবানির ঈদের আগের পাঁচ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়ে ২০ থেকে ৩০টির অধিক ছাগল বিক্রি হয়।

জানা গেছে, কোরবানির ঈদের আগে স্থানীয়দের ব্যক্তিগত উদ্যোগে এই হাটটি পরিচালিত হয়। যেখানে শুধুমাত্র ছাগল বেচাকেনা হয়। ক্রেতারা কোরবানির জন্য সহজেই এ হাট থেকে প্রয়োজন ও পছন্দ অনুযায়ী দরদাম করে ছাগল কিনতে পারেন। হাটে আসা বেশিরভাগ ছাগলের বিক্রেতা স্থানীয়। যারা কোরবানির ঈদকে উপলক্ষ করে নিজ বাড়িতে ছাগল লালন-পালন করেন। হাটের ছাগল বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬২ সালে মাথাভাঙ্গা নদীর ওপর ব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকে এখানে স্থানীয় কেউ কেউ কোরবানির ঈদের আগে বিক্রির জন্য ছাগল আনতে শুরু করেন। তবে সময়ের পরিক্রমায় গত ২০ বছর ধরে কোরবানির ঈদের সময় স্থানটি একটি গুরুত্বপূর্ণ ছাগলের বাজার হিসেবে পরিচিত হয়েছে।

গতকাল শনিবার সরেজমিনে বড় বাজার মাথাভাঙ্গা নদীর পুরাতন ব্রিজের দুই পাশেই ছাগলের ক্রেতা ও বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়। বিজ্রের দৌলতদিয়াড়ে অংশে অল্প কিছু সংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকলেও বড় বাজারের অংশটি যেন পরিপূর্ণ ছাগলের হাটে রূপ নিয়েছে। হাটে আসা বেশিরভাগ ছাগলই বিখ্যাত ব্লাক বেঙ্গল প্রজাতির। এছাড়াও হাটে বিভিন্ন প্রজাতির ছাগল চোখে পড়ে।
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার মুদি ব্যবসায়ী স্বপন মিয়া নিজের পোষা এক জোড়া ছাগল বিক্রির জন্য হাটে এনেছিলেন। দুটি ছাগলের জন্য তিনি ৩২ হাজার টাকা দাম চেয়েছেন। স্বপন মিয়া বলেন, শুক্রবারও ছাগল দুটি হাটে এনেছিলাম, তবে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় বিক্রি করিনি। আজ (গতকাল) বড় ছাগলটির ১৪ হাজার পর্যন্ত দাম উঠেছে।

পৌর শহরের বেলগাছি ঈদগাহপাড়া থেকে হাটে নিজের বাড়িতে পোষা একটি ছাগল বিক্রির জন্য এনেছেন অপর এক বিক্রতা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘চাকরি থেকে অবসর নিয়েছি। শখের বসে ছাগল পালন করি। এ বছর তিনটি ছাগল পালন করেছিলাম, যার মধ্যে একটি বাড়ি থেকেই বিক্রি হয়েছে। বড় ছাগলটি বিক্রির জন্য আজ বড় বাজারে এনেছি। ক্রেতারা ছাগলের জন্য ভালো দাম বলছে না। গত বছর এই হাটে একটি ছাগল বিক্রি করেছিলাম।’ তিনি মন্তব্য করেন, এবারের ক্রেতা সংখ্যা গত বছরের তুলনায় কম, যা বিক্রির ওপর প্রভাব ফেলেছে।

কথা হয় হাটের ইজ্জতদার ফরহাদ হাসানের সঙ্গে। তিনি বলেন, গত বুধবার থেকে বিক্রেতারা ছাগল আনতে শুরু করেন। মূলত ঈদের আগের চার থেকে পাঁচ দিন এখানে বেচা-বিক্রি হয়। স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে পোষা ছাগল এখানে বিক্রির জন্য আনেন। ক্রেতারাও স্থানীয়। ঈদের আগের এই কয়দিনে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ছাগল বিক্রি হয়। কোনো বছর এর কম আবার কোনো বছর এর থেকে বেশিও বিক্রি হয়। শুক্রবার হাটে একটি ছাগল সর্বোচ্চ ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মানভেদে সর্বনিম্ন ১০ হাজার টাকার ছাগলও হাটে আছে। ছাগলগুলো বিক্রিই এই হাটের একটি সাফল্য। অন্য বছর হাটটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা হলেও এ বছর রাত আটটার পরেও ক্রেতা-বিক্রেতারা অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাটের সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, স্থানীয় বিক্রেতা ও ক্রেতারাদের আগমনই হাটটি পরিচালনা করে। হাটে আসা ছাগল স্থানীয়দের বাড়িতে পোষা হওয়ায় ক্রেতারাও নিরাপদে ছাগল ক্রয় করতে পারে। এরপরেও এই পাঁচ দিন অস্থায়ী হাটটি পরিচালনার জন্য স্থানীয় কয়েকজন কাজ করেন। তাদের পারিশ্রমিক বাবদ প্রতিটি বিক্রিত ছাগলের জন্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তবে এর জন্য কাউকে জোর করা হচ্ছে না। বিক্রেতারা খুশি হয়েই দিচ্ছেন, অনেকে দিচ্ছেনও না।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৮
  • ১২:০৮
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪৭
  • ৬:৪৪

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১