রানা আহম্মেদ (সরোজগঞ্জ চুয়াডাঙ্গা প্রতিনিধি)
চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশমাইল বাজারে মেসার্স সাকিব ট্রেডার্সের সার ও কীটনাশকের দোকানে দুদকের বিশেষ অভিযান। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে, চুয়াডাঙ্গা সদরে বদরগঞ্জ দশমাইল বাজারে মের্সাস সাকিব ট্রেডার্সের ইউরিয়া সারের সরকারি রেটের যে মূল্য তালিকা ছাড়াও অতিরিক্ত দামে বিক্রয়, দুদকের অনুসন্ধানে বিশেষ অভিযানটি পরিচালনা হয়েছে।
এ সময়ে বদরগঞ্জ মের্সাস সাকিব ট্রেডার্সের মালিক তাহাজ আলীকে দুদকের অনুসন্ধানে রিপোর্টের কাগজপত্র সহ অনুসন্ধানে দাখিল করতে বলা হয়েছে, এতে করে তাহাজ আলী দীর্ঘ ৪৪ বছর ধরে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক বিক্রয় করে আসছে, তবে নেই কোন লাইসেন্সের কাগজপত্র, তারিই প্রেক্ষিতে দুদকের ঢাকা কার্যালয়ের অনুসন্ধানের রিপোর্টের টিম ঝিনাইদহ আঞ্চলিক দুদকের বিশেষ অভিযান পরিচালনা করেন।
প্রতিবেদকের সাথে কথা বলেছেন ঝিনাইদহের দুদকের সহকারি পরিচালক খালিদ মাহমুদ তিনি সাংবাদিকদের জানাই দুদকে ঢাকা কার্যালয় হতে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার সদরে দশমাইল বদরগঞ্জ বাজারে মের্সাস সাকিব ট্রেডার্সের সার ও কীটনাশকের দোকানে গোপন সংবাদে তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি, এবং সেই তথ্যের ভিত্তিতে, আমরা যথেষ্ট প্রমাণ পাই, ইউরিয়া সারের কেজিপ্রতি ২৭ টাকা সরকারি মূল্য নির্ধারণ করাই, সেই সার কৃষকদের কাছে থেকে ৩৮ টাকায় নিচ্ছে দোকানদার তাহজাদ আলী
যার প্রতি কেজি ১১ টাকা মূল্য বেশি এবং সহকারী পরিচালক খালিদ মাহমুদ আরও বলেন আমরা বিভিন্ন সার ও কীটনাশকের ডিলারদের কাছে গিয়ে বিভিন্ন তথ্য নিয়েছি, সরকারি দামে কীটনাশক এবং সারের কেমন কি বিক্রয় মূল্য আমরা সেটা জানতে পেরেছি, এরি পেক্ষিতে মেসার্স সাকিব ট্রের্ডাসের মালিক তাহাজ আলীকে সরকারি দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন, সার বিক্রয় মূল্য বেশি দাম নেওয়ার বিষয়ে হাতেনাতে দোকানদারকে ধরেছি, যার প্রেক্ষিতে মেসার্স সাকিব ট্রের্ডাসের মালিক তাহাজ আলীকে সকল ধরনের লাইসেন্সসহ কাগজপত্র দেখাতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেনি।
অভিজানের কাগজপত্র প্রতিবেদন দাখিল করা হবে।এ সময়ে অভিযানটি পরিচালনায় ছিলেন ঝিনাইদহের দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক বজলুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের সরকারি পরিদর্শক কাউসার আহমেদএ ছাড়াও বদরগঞ্জ বাজার কমিটির সাবেক সেক্রেটারি তারিকুজ্জামান লাল্টু সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।