শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রির নির্বাচ‌নি তফ‌সিল বাতি‌লের দাবী‌তে মানববন্ধন স্বারক লি‌পি পেশ ও সাংবা‌দিক স‌ন্মেলন অনু‌ষ্ঠিত

 শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রির ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়া‌দে দ্বি-বা‌ষিক নির্বাচ‌নে প্রশাসক নি‌য়োগ ও স্বচ্ছ ভোটার তা‌লিকা প্রস্তুত পূর্বক পূণ: তফ‌সিল ঘোষণার দা‌বি‌তে মানববন্ধন জেলা প্রশাস‌কের কা‌ছে স্বারকলি‌পি পেশ ও সাংবা‌দিক সন্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ র‌বিবার (৯ জুন) বেলা সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত‌রে মানববন্ধন শে‌ষে জেলা প্রশাসক ড. কি‌সিঞ্জার চাকমার কা‌ছে স্বারক‌লি‌পি পেশ ক‌রেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রির সাধারণ ও সহ‌যোগী সদস্য এবং বি‌ভিন্ন ব্যবসায়ী সংগঠ‌নের নেতৃবৃন্দ। প‌রে দুপুর ১২ টায় হো‌টেল রেড‌ চি‌লি চুয়াডাঙ্গা সাংবা‌দিক স‌ন্মেলন ক‌রা হয়।

সংবাদ স‌ন্মেল‌নে লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌ষ্ট্রির সাধারণ সদস্য আলাউ‌দ্দিন আলা। তি‌নি জানান, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনী তফশিল ও কমিটিসহ ভূয়া ভোটার বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহনের দাবী করেন।

সাংবা‌দিক স‌ন্মেল‌নে জেলায় কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক‌ট্রিক মি‌ডিয়ার প্র‌তি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular