চুয়াডাঙ্গা চেম্বারের নির্বাচন, ৮ তরুণ প্রার্থীর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

0
23

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে ব্যবসায়ীদের অধিকার আদায়ের প্যানেল নামের তরুণ ৮ সদস্যের প্যানেল। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের সমবায় নিউ মার্কেট, বড় বাজার, ফেরী ঘাট রোড শহরের বিভিন্ন স্থানে চেম্বারের ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে প্যানেলটি।

জানা গেছে, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কুক্ষিগত, অনিয়ম থেকে রক্ষা ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের প্যানেল নামে এই প্যানেলটিতে পরিচালক (সাধারণ) পদে লড়ছেন মফিজুর রহমান, আব্দুল হাকিম মুন্সী, মকলেচুর রহমান, গোলাম মস্তফা বাদল, শহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ মিঠুন এবং পরিচালক (সহযোগী) পদে মো. রোকনুজ্জামান ও সালাউদ্দীন বিশ্বাস মিলন।

সমবায় নিউ মার্কেটে আনুষ্ঠানিক প্রচরাণার সূচনাকালে তরুণ এই প্যানেলটির প্রচারণায় উপস্থিত ছিলেন সদর পৌর আওয়ামী লীগের সভাপতি ও চেম্বারের সদস্য আলাউদ্দীন হেলা, বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোর্য়াদ্দার টোকন, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কামাল প্রমুখ।