চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরোও পাঁচজন আহত হন।
গতকাল দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা নামের (২০) এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পথচারী ও মোটরসাইকেল আরোহীসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে জরুরি বিভাগের কর্তক্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মোটরসাইকেল আরোহী দুজন একই এলাকার আক্তারের ছেলে সোহান (১৮) ও নাসির উদ্দীনের ছেলে এখলাছ উদ্দীন (২৩)। এবং আহত পথচারী আলাউদ্দিন (৪০) জয়রামপুর হাজীপাড়ার মৃত হাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত নয়টার দিকে বাদশাসহ তিনজন একটি মোটরসাইকেলে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। পথে জয়রামপুর কাঠালতলা মোড়ে রাস্তা পার হতে চাওয়া এক পথচারীর সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী তিনজন ও পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।
বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘বাদশা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো ও দুজন চিকিৎসা জন্য হাপসাতালে আসেন। তাদের মধ্যে অবস্থা শঙ্কাজনক হওয়ায় আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার এসআই বাকী বিল্লাহ জানান, কাঠালতলায় পথচারীর সঙ্গে থাক্কা এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পথচারীসহ মোটরসাইকেলের দুজন আেরোহীও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়।এদিকে, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় দুলাল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বুড়িপোতা সড়কে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুলালের যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ আহত হয়। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র।
আহত আবু সাঈদ জানায়, বৃহস্পতিবার রাতে তিনজন মোটরসাইকেলযোগে শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত থেকে ফিরছিল। পথে আজিমুদ্দিনের ভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক হোসেন বলেন, ‘হাসপাতালে দুলাল হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎস দেয়া হয়। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযান না থানায় লাশ হস্তান্তর করা হয়।