১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রেজিস্ট্রি অফিসের সামনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষকেরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষকেরা এক দাবি অর্থাৎ তাদের বেতন কাঠামো বৃদ্ধি ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা জাতি গঠনের কারিগর, সেই সকল শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। সম্মানের সাথে বাঁচতে ১০ম গ্রেডের বিকল্প নেই। ১০ম গ্রেড বাস্তবায়ন করলে আর্থিকভাবে সচ্ছল হয়ে সমৃদ্ধ জাতি গড়ে দেব। প্রাথমিক শিক্ষকদের যে বেতন দেয়, সরকার থেকে তা দিয়ে কোনোভাবেই সংসার চলে না। তাই ১০ম গ্রেড করতে হবে। প্রধান উপদেষ্টা যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা দিয়ে দশম গ্রেড করে দেন, তার জন্য বিনীত আবেদন জানান বক্তারা। বক্তারা আরও বলেন, আজ শিক্ষকেরা মানববন্ধন করতে বাধ্য হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই শিক্ষকদের দাবি না মানলে শিক্ষকেরা মাঠে থাকবে, মানববন্ধন চলবে।
মানববন্ধনে বক্তব্য দেন সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, দৌলৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম হোসেন, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকেরা প্রধান উপদেষ্টা বরাবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে দশম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে স্মারকলিপি পেশ করেন।
এদিকে, আলমডাঙ্গায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন সহকারী শিক্ষকেরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধনের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য দেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন অ্যাটোম, সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক আনিসুজ্জামান, দপ্তর সম্পাদক আলিহিম, ধর্মবিষয়ক সম্পাদক কাজল আহমেদ, রেবেকা পারভীন, নাজিরা খাতুন, ফরিদা ইয়াসমিন, মর্জিনা খাতুন, মনজুয়ারা খাতুন, ফারজানা ফেরদৌস, রোকসানা খাতুনসাবিনা ইয়াসমিন, সিমা আক্তার, এনামুল হক, হুমায়ন কবির, আশরাফুল হক, শামিম রেজা, মেহেদী হাসান প্রমুখ।
এছাড়া জীবননগরেও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকেরা। গতকাল দুপুরে ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগানে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা সহকারী শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজমুল হাসান, সাইফুর রহমান, মোছা. সুরাইয়া খাতুন, মো. বাবলুর রহমান, মো. আজান বারী প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. বাবর আলী।