চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার রনি নামে এক যুবকের বিরুদ্ধে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযুক্ত রনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুংলা কমান্ডারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছেন। তার বাড়ির পাশে তেলপাম্পে রনি নামের এক কর্মচারী গত ৭ মাস আগে ভুক্তভোগী ওই নারীকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হলে রনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপ—পরিদর্শক (এসআই) সজিবুর রহমান বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।