চুয়াডাঙ্গার পাঁচমাইলে সড়ক দুর্ঘটনায় যুবক জখম

0
5

চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল বাজারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক উজ্জ্বল হোসেন (২৩) গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত উজ্জ্বল বসুভাণ্ডারদহ গ্রামের নমুকুল্লা মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল বেলা দুইটার মোটরসাইকেলযোগে চারমাইল বাজার থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন উজ্জল। পথে পাঁচমাইল বাজারের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন উজ্জল। এসময় স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামাল বলেন, উজ্জলের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।