চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ব্যবসায়ীর নগত টাকা ছিনতাই!

0
1

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আকিব হাসান সজিব (২৮) নামের এক ব্যবসায়ীর নগত টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগীতায় আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দামুড়হুদা মডেল থানাধীন কোষাঘাটা এলাকার ইটভাটার নিকট এ ঘটনা ঘটে।

দামুড়হুদার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাণ কোম্পানির এক ডেলিভারিম্যানকে পিটিয়ে নগত টাকা ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি আহত আকিব হাসান সজিব চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইসহ বাসস্ট্যান্ডপাড়ার বদিউজ্জামানের ছেলে। শহরের বেলগাছি এলাকায় প্রাণ কোম্পানির ডিলার রয়েছে। তিনি নিজেই পন্য ডেলিভারির কাজ করেন। ভুক্তভোগী সজিবের ভাই সনজিত বলেন, আমার ভাইয়ের প্রাণ কোম্পানির নিজস্ব ডিলার রয়েছে। তিনি নিজেই মালামাল ডেলিভারির কাজ করেন।

আজ শনিবার রাতে দর্শনা থেকে নিজেই আলমসাধু চালিয়ে চুয়াডাঙ্গায় আসার পথে কোষাঘাটা এলাকায় দুটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা গতিরোধ করে। এ সময় আমার ভাইকে বেধড়ক পিটিয়ে তার নিকট থাকা ৬০ হাজারের বেশি নগত টাকা ছিনিয়ে নেয়। পরে আমার ভাইকে রাস্তার এক পাশে ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।

সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটের দিকে সজিবকে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর এই দুই রাতে দামুড়হুদা মডেল থানাধীন পরানপুর-লোকনাথপুর সড়ক এবং দর্শনার গোপালখালিতে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী পরিবহন, পথচারী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ পাখিভ্যানের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা, মোবাইল ফোন, দুটি বাইসাইকেল লুট করে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আজ শনিবার রাতে আবারো অত্র থানাধীন কোষাঘাটায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো।