রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চুয়াডাঙ্গার উথলীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমিনুর রহমান নয়ন, চুয়াডাঙ্গা:
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উথলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। এসময় তিনি বলেন, লোভ-হিংসা জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে যায় না। মানুষের ধন-সম্পত্তি, টাকা-পয়সা লুণ্ঠন জামায়াতে ইসলামীর চরিত্রের সাথে যায় না। জামায়াতে ইসলামীর কর্মীরা আল্লাহ ছাড়া আর কারও ভয় নিয়ে রাত-দিন পার করে না।
জেলা আমির বলেন, আমরা বড়লোক নয় কথাটা খুবই সত্য। আমাদের অনেক টাকা-পয়সা নেই একথাও সত্য। তবে মনে রাখবেন আমাদের কোনো কর্মী বেকার না। আমাদের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে সংগঠনে টাকা দিয়ে থাকে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। সেই কর্মীদের রুখে দেওয়ার শক্তি কারোর নেই। তিনি বলেন, আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। আমরা রাজনীতি করে বাড়ি করার জন্য জামায়াতে ইসলামী করি না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি।
আপনার সন্তানের চাকরির জন্য টাকার ব্যাগ নিয়ে নেতার বাড়িতে দাঁড়িয়ে থাকবেন এদৃশ্য আমরা দেখতে চাই না। তিনি আরও বলেন, দেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। বাংলাদেশে চাঁদাবাজ, চোর, হাটদখলকারী, হত্যাকারী ছিল সেটা যদি আবার ফিরে আসে তবে ৫ তারিখের আগেই ভালো ছিল জনগণ এটা বলবেই। কিন্তুু বাংলার জমিনের মানুষের কাছে এই কথা আর কেউ বলুক, এই কথা আর কেউ সৃষ্টি করুক এটা আমরা চাই না।
উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর থানা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন।
এছাড়া কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। কর্মী সমাবেশ পরিচালনা করেন উথলী ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular