বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় মোস্তাফিজুর রহমান মিলন (৩৫) ও সাকিব হোসেন (২৪) নামের দুজন আটক হয়। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান মিলন সদর উপজেলার পিরোজখালী গ্রামের আলমের ছেলে ও সাকিব হোসেন পৌর এলাকার আরামপাড়ার মৃত সামাদের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই ওহিদুল ইসলাম ও ভবতোষ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কাথুলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানে মিলন ও সাকিব আটক হয়। এসময় তাদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা জব্দ হয়। এ ঘটনায় গতকালই আটককৃদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular