চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ আটক ৪

0
2

স্টাফ রিপোর্টার:

চোরাচালানোর দায়ে ৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি চুয়াডাঙ্গা-৬ বিজিবি দামুড়হুদার সুলতানপুর মুন্সিপাড়া, হুদাপাড়া, বারাদি এবং মুজিবনগর সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। এ সময় উদ্ধার করা হয় ভারতীয় ৩৮৯ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা, ৫০ বোতল মদ, ৬২৬ পিস ভারতীয় ইনজেকশন, ৭৫০ পিস ভারতীয় অ্যাকুরিয়ামের বিভিন্ন রংয়ের মাছ, দুটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং ৬টি সিম।

আটককৃত চোরাচালানিরা হচ্ছেন আনন্দবাস গ্রামের রিয়াজ মল্লিকের ছেলে জাকির হোসেন (৩২), মৃত নুর বক্সের ছেলে লাল্টু (৩৫), জহির উদ্দিনের ছেলে মানিক খা (২০) ও মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৬-বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানিরা বিভিন্ন মালামাল অবৈধভাবে পাচার করছে মর্মে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয় ও মালামাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ চোরাচালানি মালামাল বহনের দায়ে মামলা দায়ের পূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।