ডাকাতির শিকার ট্রাকচালক আব্দুল ওয়াহেদ ও তার সহযোগী রাজু শেখ গুরুতর আহত হয়েছেন। এসময় তাদের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা লুট করে ডাকাত সদস্যরা।
ট্রাকচালক ওয়াহেদ জানান, তিনি ও তার সহযোগী রাজু হরিনাকুন্ডু থেকে জীবননগর ফিরছিলেন। সন্তোষপুরের দিকে এলে হঠাৎ ১২/১৪ জন মুখোশধারী ডাকাত সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করেন। ডাকাতরা রাম দা নিয়ে তাদের ওপর আক্রমণ করে এবং তাদের নিকট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, টাকা ছিনিয়ে নেয়ার পর বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়েছে। তাদের সঙ্গে আরও একটি ট্রলি ও কয়েকটি গাড়িকে গতিরোধ করতে দেখেন তারা।
এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনকল রিসিভ করেননি তিনি।