বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে প্যাথেডিনসহ মো. মামুন (৩৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল রোববার রাতে পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শহরের সিনেমা হলপাড়ার মৃত মজিনর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ মাদক বিক্রির বিষয়ে জানতে পারে। এসময় জোয়ার্দ্দার পাড়ায় হাতিম ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ।

এসআই হারুন উর রশিদ জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক করবারি মামুন পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১৫ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular