সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে চুয়াডাঙ্গায় যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কোর্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার ও শামীম আহমেদ বিপ্লব, চুয়াডাঙ্গা পুলিশ পরিদর্শক (টিআই) মাসুম বিল্লাহ, পুলিশ সার্জেন্ট বুলবুল আহমেদ ও সেলিম খান, নিসচা’র দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য মাহফুজ মামুন, ওবাইদুল ইসলাম তুহিন, মশিউর রহমান প্রমুখ।