নিজির্স প্রতিবেদকঃ
ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গার নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে চুয়াডাঙ্গা বিআরটিএ ও ট্র্যাফিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কোর্ট রোডে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইক, রিকশা-ভ্যানসহ সব ধরনের যানবাহন চালকদের সচেতন করা হয়। চালকদের হাতে লিফলেট প্রদানের পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। শহরের কোর্ট মোড়ে অবস্থান নিয়ে নিরাপদ সড়ক চাই, বিআরটিএ ও ট্র্যাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা ঘণ্টাব্যাপী সময়ে বিভিন্ন যানবাহন চালকদের সতর্কতামূলক বিষয়ে পরামর্শ দেন।
আয়োজন চলাকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, সদস্য শেখ লিটন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামাল, ট্র্যাফিক ইন্সপেক্টর মাসুম বিল্লাহ, টিএসআই মোহাম্মদ ইউনুস প্রমুখ।
লিফলেট বিতরণকালে উপস্থিত কর্মকর্তারা চালকদের উদ্দেশ্যে বলেন, ট্র্যাফিক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। মোটরসাইকেল চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার পাশাপাশি হেলমেট পরতে হবে। নিয়ন্ত্রণের মধ্যে রেখে যানবাহন চালাতে হবে। তাহলেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।