চুয়াডাঙ্গা জেলার মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সীরাতুন্নবী (সা.) শীর্ষক ও গণঅভ্যুত্থানের সূর্যসন্তান শহীদদের স্মরণে ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ আজ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা টাউন ফুটবল মাঠে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক এস এম সাইফুল ইসলাম।
তিনি জানান, তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন মুশফিক বিন জামাল ও ফুরকানুল্লাহ। এছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ নাশিদ পরিবেশন করবেন। এসময় মিডিয়া সমন্বয়ক এস এম সাইফুল ইসলাম চুয়াডাঙ্গাবাসীকে দল—মত নির্বিশেষে সকলকে স্ববান্ধবে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।