আব্দুল্লাহ আল মামুন
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রেলগেটের অদূরে এ দূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনে কেটে এক যুবক মারা গেছেন। আমি ঘটনাস্থলে এসেছি। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে, একটি সুত্র থেকে জানা গেছে, নিহতের নাম হিরন (২৫)। তিনি শহরের দৌলতদিয়াড় গ্রামের দক্ষিনপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত হিরণ কয়েকমাস আগে জেল খেটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এরপর তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাশাপাশি ভ্যান চালাতেন তিনি। আত্মহত্যা নাকি অন্যকিছু তা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।