নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য চুয়াডাঙ্গায় ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়।
এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এবং সদস্য সচিব হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহা. সজল আহম্মেদ। এছাড়া ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাসান মিয়া, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মৎস কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কায়ছার ইকবাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাবের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন এবং ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও রাকিব মাহমুদ।
সভায় সিদ্ধান্ত হয়, আজ (শুক্রবার) থেকে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং শুরু হবে। জেলা কমিটি ও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের একযোগে বাজার মনিটরিং করার জন্য জোরালো নির্দেশনা মন্ত্রণালয় কর্তৃক প্রদান করা হয়েছে। সারাদেশের সব জেলা ও উপজেলাতেই আগামীকাল থেকে স্ব স্ব টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসন একযোগে অভিযান পরিচালনা করবে। বিশেষ করে ডিম, আলু, তেল, পেয়াজ, চিনি ইত্যাদি নিত্যপণ্যের ওপর এই মনিটরিং কার্যক্রম চালানো হবে।