নিউজ ডেস্ক:
চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন বলে দেশটির ক্রিকেট বোর্ড ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চান সদ্য সাবেক এই টাইগার কোচ। এজন্য শনিবার বেলা সাড়ে ১১টায় আবারও তিনি ঢাকায় এসেছেন।
শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, ২০ ডিসেম্বর থেকে লঙ্কানদের দায়িত্ব হাতে নেবেন হাথুরুসিংহ। যেদিন থেকে শুরু ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ। তবে টাইগারদের সাবেক এই বিদায়ী কোচের প্রথম পূর্ণ অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশ সফর দিয়ে। আগামী জানুয়ারিতে দু’টি টেস্ট খেলতে আসার কথা লঙ্কানদের।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মাঝপথে তিনি বিসিবি সভাপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠান। সিরিজ শেষে দ. আফ্রিকা থেকে সরাসরি চলে যান অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে।