শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

চীনের সাথে যৌথ মহড়া মানেই সামরিক জোট নয়: পুতিন !

নিউজ ডেস্ক:

রাশিয়া ও চীনের নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। তবে এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, যৌথ মহড়া মানেই সামরিক জোট নয়, চীনের সাথে কোনো ধরনের সামরিক জোট বাঁধছে না রাশিয়া। প্রসঙ্গত, বালটিক সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনীর মহড়া চলছে।

গত সপ্তাহেই দু’টি দেশের মধ্যে এ মহড়া শুরু হয়।  এ ব্যাপারে পুতিন জানান, রাশিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে। বালটিক রিজিয়নে রয়েছে ৬টি ন্যাটোর সদস্য দেশ।

প্রসঙ্গত, মেরিটাইম কো-অপারেশন-২০১৭’ নামের এই মহড়া চলে চারদিন। গত ২৪ জুলাই থেকে গভীর সাগরে মহড়া চলে বলে জানা গেছে। মহড়ায় সামরিক নানা প্রশিক্ষণের পাশাপাশি জলদস্যুদের হাত থেকে জাহাজ রক্ষা করা এবং বিপদে পড়া জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় চীন তার অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। দু’দেশের এই মহড়ার বিশেষ রাজনৈতিক সামরিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চলমান মহড়ার মাধ্যমে সারা বিশ্বের জন্য বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে যে, বালটিক সাগরসহ যেকোনো জায়গায় রাশিয়ার পাশে রয়েছে চীন। একইভাবে চীনের জন্যও সামরিক সহায়তার হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular