চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের মুনাফা বেড়েছে ৮২ শতাংশ, যা প্রযুক্তি বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। নতুন ভিডিও গেম থেকে আয় ও এর বিজ্ঞাপন ব্যবসায় আরও ভালো পারফরম্যান্স এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৪ হাজার ৩০ কোটি ইউয়ান মুনাফা ও ১৬ হাজার ১৩০ কোটি ইউয়ান আয় করবে বলে প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা।
তবে জুনে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি ইউয়ান বা ৬৬০ কোটি ইউএস ডলার।
গত বছর এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬২০ কোটি ইউয়ান। এ প্রান্তিকে টেনসেন্টের মোট আয় হয়েছে ১৬ হাজার ১১০ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছিল ১৪ হাজার ৯০০ ইউয়ান।
এ বছর দ্বিতীয় প্রান্তিকে চীন ও আন্তর্জাতিক বাজারে গেমস থেকে আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। এছাড়া অনলাইন বিজ্ঞাপন থেকে টেনসেন্টের আয় গত বছরের তুলনায় এ প্রান্তিকে বেড়েছে ১৯ শতাংশ। খবর, ডিজি বাংলা