বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চীনা টেনসেন্টের মুনাফা ৮২ শতাংশ বেড়েছে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের মুনাফা বেড়েছে ৮২ শতাংশ, যা প্রযুক্তি বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। নতুন ভিডিও গেম থেকে আয় ও এর বিজ্ঞাপন ব্যবসায় আরও ভালো পারফরম্যান্স এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর সিএনবিসি।

খবরে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৪ হাজার ৩০ কোটি ইউয়ান মুনাফা ও ১৬ হাজার ১৩০ কোটি ইউয়ান আয় করবে বলে প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা।

তবে জুনে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি ইউয়ান বা ৬৬০ কোটি ইউএস ডলার।
গত বছর এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬২০ কোটি ইউয়ান। এ প্রান্তিকে টেনসেন্টের মোট আয় হয়েছে ১৬ হাজার ১১০ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছিল ১৪ হাজার ৯০০ ইউয়ান।
এ বছর দ্বিতীয় প্রান্তিকে চীন ও আন্তর্জাতিক বাজারে গেমস থেকে আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। এছাড়া অনলাইন বিজ্ঞাপন থেকে টেনসেন্টের আয় গত বছরের তুলনায় এ প্রান্তিকে বেড়েছে ১৯ শতাংশ।  খবর, ডিজি বাংলা

Similar Articles

Advertismentspot_img

Most Popular