চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

0
3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। তিনি অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্লাট বাসায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখেন, ‘I am sorry, i failed as a human.’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।’

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারনে মেয়েটি আত্নহত্যা করেছে।