চিতাবাঘের কারণে নেপালের বিমানবন্দর বন্ধ !

0
28

নিউজ ডেস্ক: চিতাবাঘের কারণে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সোমবার আধাঘন্টার জন্য বন্ধ ছিল। বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুতে বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, এক পাইলট প্রথম চিতাবাঘের উপস্থিতি নিরাপত্তা রক্ষীদের কাছে জানায়। এরপরই চিতাবাঘটির খোঁজে তল্লাশি শুরু হয়।

তিনি বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ৩০ মিনিটের জন্য বিমানবন্দর বন্ধ করে দেই। তবে আমরা এখনো এর খোঁজ পাইনি।’

বিমানবন্দর বন্ধ করে দেওয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে দেরি হয়েছে। তবে অন্যগুলোর ফ্লাইট সূচি ঠিক ছিল।

প্রসঙ্গত, কাঠমান্ডুর কাছে পার্বত্য বনাঞ্চল রয়েছে। এ কারণে প্রায়ই শহরের ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ে। এর আগে পাখির কারণে নেপালের বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়নে সমস্যা হতো। ২০১২ সালে একটি পাখিকে আঘাত করার পর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছিল ১৯ জন।