চাল গম আত্মসাতের দায়ে উপ-খাদ্য পরিদর্শক গ্রেপ্তার !

0
28

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য গুদামের ১১ মেট্রিক টন গম ও প্রায় ৮ মেট্রিক টন চাল আত্মসাত মামলার আসামি সাময়িক বরখাস্তকৃত উপ-খাদ্য পরিদর্শক মো. ফজলুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ ময়মনসিংহে নিজ বাড়ি থেকে ফজলুল হককে গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক বজলুর রশীদ জানান, মো. ফজলুল হক ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য গুদামে (সিএসডি) কর্মরত অবস্থায় গুদাম থেকে ১১ মেট্রিক টন গম এবং ৭.৭৪২ মেট্রিক টন চাল আত্মসাত করেন। আত্মসাতকৃত পণ্যের মোট মূল্য ৬ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা। ওই অভিযোগে চলতি বছরের ৮ জানুয়ারি খাদ্য পরিদর্শক মো. আব্দুল ওয়াহাব বাদী হয়ে কোতয়ালি (ময়মনসিংহ) থানায় মামলাটি দায়ের করেন। সর্বশেষ ফজলুল হক রাজবাড়ীর কালুখালী উপজেলা উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত।

তিনি আরো বলেন, মামলা দায়ের করার পরপরই অভিযোগ তদন্তের জন্য দুদকে প্রেরণ করা হয়। অভিযোগ তদন্তের স্বার্থে গতকাল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামি ফজলুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।