1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
চালের বাজার অস্থির ,উল্টো বাড়েছ চালের দাম | Nilkontho
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি সচিবালয়ে পুড়ে যাওয়া মৃত কুকুর ফরেনসিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার: স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু কচুয়ায় বিলের মাঝে আজো দাড়িঁয়ে আছে অর্ধশতাব্দী বটগাছ কালাইয়ে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। সচিবালয়ে আগুন : পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র উত্তরবঙ্গের মৌচাষীদের জন্য চালু হচ্ছে মধু প্রসেসিং প্ল্যান্ট ভারতে অবৈধ বসবাস, মহারাষ্ট্র থেকে ১৭ বাংলাদেশি গ্রেফতার অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, পালাল ১৫০০ বন্দি আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ার সার্ভিসের ডিজি ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুনে ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

চালের বাজার অস্থির ,উল্টো বাড়েছ চালের দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক:

রাজধানীর বাজারে আরেক দফায় কেজিতে দুই থেকে তিন টাকা করে বেড়েছে চালের দাম। পবিত্র ঈদুল আজহার আগে ও পরে পাইকারি বাজারে দর বেড়ে যায়। এখন খুচরা বাজারে সেই প্রভাব পড়েছে।

চাল আমদানি নিয়ে যখন আলোচনা চলছে, তখনই এটির দাম বাড়ল। খাদ্য মন্ত্রণালয় গত ৭ জুলাই চাল আমদানির কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায়। পরে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সম্মতির খবর আসে। কিন্তু আমদানির খবরে বাজারে দর কমে যাওয়ার ঘটনা ঘটেনি। বরং ঘটল উল্টোটা।

ঢাকার খুচরা বাজারে এখন একেবারে কম দামি মোটা চাল প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। একটু ভালো মানের মোটা চাল কিনতে লাগছে প্রতি কেজি ৪৫ টাকার আশপাশে। মাঝারি মানের বিভিন্ন চাল ৪৭ থেকে ৫০ টাকা কেজি। সরু মিনিকেট চালের কেজি চলছে ৫৫ থেকে ৫৭ টাকা। এ ছাড়া সাধারণ মানের নাজিরশাইল ৫৪ থেকে ৫৬ টাকা ও সেরা মানের নাজিরশাইল ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ভোক্তাদের।

সব মিলিয়ে বর্তমান বাজারে চালের দাম বেশ চড়া বলা যায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছরের এই সময়ের তুলনায় মোটা চালের দাম ২২ শতাংশ বেশি। আর সরু চাল ১৫ ও মাঝারি চাল ১০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বোরো মৌসুমের ধান ওঠা শেষে সাধারণত চালের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। এবার বরং বাড়তির দিকে।

পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলীর শিল্পী রাইস এজেন্সির মালিক কাওসার রহমান ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের বরিশাল রাইস এজেন্সির ব্যবস্থাপক মহিউদ্দিন রাজা পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি জানান। তাঁরা বলেন, পাইকারি বাজারে এখন একেবারে মোটা চালের সরবরাহ নেই বললেই চলে। ত্রাণ বিতরণে মোটা চাল চলে গেছে। সব মিলিয়ে সব ধরনের চালের দামই বেড়েছে।

চালের মূল্যবৃদ্ধির মানে হলো সব মানুষের ওপরই কমবেশি নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, চালের দামের কারণে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

ছয় সদস্যের পরিবারে তিন বেলা খেতে ঢাকার তালতলার ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেনকে মাসে ৫০ কেজির মতো চাল কিনতে হয়। তিনি বলেন, ‘গত মাসে যে দামে চাল কিনেছি, তার চেয়ে এই দফায় ১৫০ টাকা বেশি দিতে হয়েছে।’ কামাল বলেন, ‘দাম যতই বাড়ুক, চাল তো কিনতেই হবে। অন্য পণ্য কেনা না হয় কমিয়ে দিলাম।’

কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে বেশির ভাগ চালের দাম
গত বছরের তুলনায় মোটা চালের দাম এখন ২২ শতাংশ বেশি
আমদানিতে মোট করভার সাড়ে ৬২ শতাংশ।

বাজারে শুধু যে চালের দামই চড়া, তা নয়। একটি পরিবারে যা না কিনলেই নয়, সেই সব নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও বেশির ভাগের দাম বাড়তি। যেমন আলুর কেজি এখন ৩৫ টাকা, যা সাধারণত ২৫ থেকে ৩০ টাকার মধ্যে থাকে। বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার বেশি। ডিমের দাম চড়া, ডজন (১২টি) ১০০ থেকে ১০৫ টাকা।

অ্যাংকর ডালের দাম কেজিতে ৪ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। তবে পেঁয়াজ ও রসুনের দাম ঠিকই আছে। বেড়েছে আদার দাম। চিনির দাম দুই দফায় ৪ টাকা বেড়ে প্রতি কেজি ৬০ টাকায় উঠেছে।

চালের দাম যে বাড়তে পারে, তার আভাস ঈদের আগেই দিয়েছিলেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি ছিল, ধানের দাম বেশি। তাই চালের দাম বেশি পড়ছে। খাদ্য মন্ত্রণালয়ও অভ্যন্তরীণ বাজার থেকে খুব বেশি চাল সংগ্রহ করতে পারেনি। ১৫ আগস্ট পর্যন্ত চাল সংগৃহীত হয়েছে সাড়ে ৬ লাখ টনের মতো। এখন সরকারের গুদামে ১০ লাখ টনের কিছু বেশি চাল মজুত আছে বলে জানা গেছে।

চলতি বছর সাড়ে ১৯ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। সে অনুযায়ী চাল না পাওয়ায় আমদানির উদ্যোগের কথা জানায় খাদ্য মন্ত্রণালয়।

দেশে চাল আমদানি নিষিদ্ধ নয়। তবে উচ্চ হারে শুল্ক-কর দিয়ে আমদানি লাভজনক নয়। চাল আমদানিতে এখন ২৫ শতাংশ শুল্ক, ৫ শতাংশ অগ্রিম আয়কর, ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম কর মিলিয়ে মোট করভার সাড়ে ৬২ শতাংশ। স্থানীয় চাষিদের সুরক্ষা দিতে সর্বশেষ ২০১৯ সালের মে মাসে চাল আমদানির ওপর শুল্ক বাড়ানো হয়।

অবশ্য বড় আমদানিকারকদের কেউ কেউ এখন চালের শুল্ক একেবারে কমিয়ে দেওয়ারও পক্ষপাতী নন। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের এক আমদানিকারকের মত হলো শুল্ক কমিয়ে দিলে ভারত থেকে প্রচুর পরিমাণে চাল চলে আসবে। তখন আবার কৃষকেরা লোকসানের মুখে পড়বেন।

সাবেক বাণিজ্যসচিব ও ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান নিয়ন্ত্রিত আমদানির পক্ষে। তিনি বলেন, সরকারকে কৃষক ও ভোক্তা—দুই পক্ষের স্বার্থই দেখতে হবে। সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুত থাকতে হবে। সরকার খোলাবাজারে বিক্রি বাড়ালে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৮
  • ১২:০৮
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪৭
  • ৬:৪৪

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১