রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চার সাক্ষীকে জেরা করার অনুমতি পেলেন খালেদা জিয়ার আইনজীবীরা !

নিউজ ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করতে পারবেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। আজ রবিবার বিচারপতি মো. শওকত হোসেন ও  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন।

এর আগে, চার সাক্ষীকে নতুন করে জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে ২১ জুন হাইকোর্টের সংশ্লি­ষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

এদিকে, চ্যারিটেবল মামলার চার সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন গত ৮ জুন খারিজ করে দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন তিনি। এতে বলা হয়, এসব সাক্ষীকে জেরার সুযোগ দেয়া না হলে আবেদনকারী ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি, মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular