চার দিনের সফরে ওআইসি মহাসচিব ঢাকায় পৌঁছেছেন !

0
22

নিউজ ডেস্ক:

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) নবনিযুক্ত মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ। বুধবার রাত ১২টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাতে তাদের বহনকারী আমিরাত এয়ার লাইনসের একটি বিমান হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিব কামরুল আহসান। এছাড়া, ওআইসি মহাসচিবের সাথে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ইউসেফ বিন আহমাদ তার চার দিনের সফরে রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন।