বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চাকুরী জাতীয়করনের দাবিতে মেহেরপুরে সিএইসসিপি’র অবস্থান কর্মসূচী পালন

মেহেরপুর সংবাদদাতা, ২৩শে জানুয়ারি ॥ চাকুরী জাতীয়করনের দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান নেয়। অবস্থান কর্মসূচী চলবে বিকেল ৩ টা পর্যন্ত। সভাপতিত্ব করেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফরিদুজ্জামান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগাঠনিক সম্পাদক মামুন হোসেনসহ জেলার কমিউনিটি ক্লিনিকে চাকুরিরত সকল হেলথ্ কেয়ার প্রোভাইডারা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত কর্মবিরতি, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে আগামীতে আমরণ কর্মসূচী পালন করবেন তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular