বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লাখ টাকা গ্রহণ করে।

কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় অভিযোগ করেন সেই যুবক। এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লাখ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকাসহ একটি মানিব্যাগ উদ্ধার করে।

তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬ টি প্রতারণা মামলা রয়েছে।

নিউমার্কেট থানার মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular