নিউজ ডেস্ক:
নাসার মুন মিনারোলজি ম্যাপার ব্যবহার করে চাঁদের কোন কোন অংশে পানি রয়েছে ইতিমধ্যেই তার সম্পূর্ণ ম্যাপ তৈরি করে ফেলেছে ভারতের মহাকাশ যান চন্দ্রযান-১৷ ২০০৯ প্রথম চাঁদে খোঁজ মিলেছিল পানির উপাদান- হাইড্রোক্সাইলের৷ এক আণবিক হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি ছিল এই উপাদান৷
এবার চন্দ্রযান-১-এর এই ম্যাপ গবেষকদের বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে৷ ২০০৯ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর উদ্যোগে চন্দ্রযান-১ মহাকাশে পাঠানো হয়েছিল৷ সেই বছরই অাগস্টের শুরুর দিক থেকে সেটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না৷ এমনকি নাসার বিজ্ঞানীরাও চন্দ্রযান-১ এর কোনও হদিস পাচ্ছিল না৷ তবে তল্লাশি থামিয়ে দেয়নি মহাকাশ গবেষণায় বিশ্বের অন্যতম সংস্থা নাসা৷ এই বিষয়ে নাসার পক্ষ থেকে বলা হয়েছিল, চন্দ্রযান-১ কে খুঁজে পাওয়াটা একটু কঠিন ছিল৷
তবে এতদিন কেন এই দুই মহাকাশ যানের সঙ্গে যোগাযোগ করা গেল না ? এই বিষয়ে নাসার পক্ষ থেকে জানানো হয়েছিল, নিজের কক্ষপথে ঘুরপাক খেলেও তার সঠিক অবস্থানটা বোঝা যাচ্ছিল না৷ সেই কারণে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন