চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। এ নিয়ে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
আটকৃত ডাকাতরা হলেন, বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। এদের সবার বাড়ি নোয়াখালী ও লক্ষীপুর জেলায়।
প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শহরের ওয়ারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যাক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।
তিনি জানান, চাঁদপুরে ইতিপূর্বে যে সব ঘটনা ঘটেছে, সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডাকাতির মামলা করা হবে।
ছবির ক্যাপশন: চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাত আটক সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।