চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বসুন্ধরা শুভসংঘের চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু (৫৪) আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুইভাই ও দুইবোন রেখে গেছেন তিনি।
রোববার (২৮ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এরপর তার মরদেহ নেওয়া হয় চাঁদপুরে।
শহরের বেগম জামে মসজিদে প্রথম এবং জেলার ফরিদগঞ্জের চরকুমিরায় দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সায়েদুল ইসলাম বাবুকে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বসুন্ধরা শুভসংঘের চাঁদপুর জেলা কমিটির সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, একই সংগঠনের সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী শোক প্রকাশ করেন।
অ্যাডভোকেট সায়েদুল ইসলামের বাবা ছিলেন সাবেক গণপরিষদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।