চলন্ত বিমানেই কন্যা সন্তানের জন্ম !

0
27

নিউজ ডেস্ক:

মাটি থেকে তখন ৪২ হাজার ফুট উপরে উড়ছিল টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭। কোনও সম্ভাবনা নেই জরুরি অবতরণের। সেই সময়েই প্রসব যন্ত্রণা উঠল এক যাত্রীর। বিমান সেবিকাদের তৎপরতায় মাঝ আকাশেই জন্ম নিল এক কন্যা সন্তান।

গর্ভবতী ওই নারীর নাম নফি দিয়াবি। ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখে সাহায্যে এগিয়ে আসেন বিমানসেবিকারা। চলন্ত বিমানেই প্রসব করেন তিনি। বিমানে জন্ম নেওয়া ওই কন্যার নাম রাখা হয়েছে কাদিজু। সন্তান জন্ম দেওয়ার পর ফ্লাইটটি বুরকিনা ফাসোর রাজধানীতে অবতরণ করে। পরে মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।

টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭ গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল। কাদিজু জন্ম নেওয়ার পরেই তাকে কোলে নিয়ে আনন্দে মাতেন বিমান সেবিকারা।  সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তারা।

সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।