বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চলতি বছরেই নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি: বিএনপি

প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে বিএনপি। রোববার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে পারে না বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, “প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। আমাদের লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা।”

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মূলত নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে কথা হয়েছে। এর মধ্যে নির্বাচনের সময়কাল, সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের রোডম্যাপ ছিল আলোচনার মূল বিষয়। আমরা বরাবরই বলে আসছি, এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অগণতান্ত্রিক ব্যবস্থায় দেশ দীর্ঘদিন চলতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, “অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ভিত্তি দুর্বল থাকে, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না এবং কোনো ফিডব্যাক পাওয়া যায় না। এজন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া জরুরি।”

প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রদূতের গাড়ি বিএনপি কার্যালয়ে প্রবেশ করে এবং বৈঠক শেষ হয় সন্ধ্যার দিকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular