বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চলচ্চিত্র ফোরামে আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী !

নিউজ ডেস্ক:

চলচ্চিত্রের নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও নির্মাতা কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২ অক্টোবর কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কাজী হায়াৎ জানিয়েছেন, এই ফোরামে প্রায় তিন’শ জনের মতো সদস্য হয়েছেন। শাকিব খান, ওমর সানি, মৌসুমীর মতো তারকারা আছেন। পাশাপাশি হলমালিক, বুকিং এজেন্টরাও আছেন।

জানা গেছে, চলচ্চিত্র ফোরামে মৌসুমীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। এর আগে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন পরই পদ থেকে সরে দাঁড়ান।

চলচ্চিত্র ফোরামে শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদে, কমল পাটেকরকে কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে। এছাড়া প্রযোজক মোহাম্মদ হোসেন, আব্দুল আজিজ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, ববি, ইকবালসহ অনেকে এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদে থাকবেন।

গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। পরে সংগঠনটি শাকিব খানকে বয়কট ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular