রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চতুর্থ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে !

নিউজ ডেস্ক:

ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চতুর্থ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার ভোরে এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটি ২৫ হাজার ৩০০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন।

এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল রয়েছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরো জানান, সোমবার চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ এবং কাস্টম হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বহির্নোঙর থেকে লাইটারিংয়ের মাধ্যমে চাল খালাস শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্রথম জাহাজ গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরবর্তীতে আরো দু’টি জাহাজ চট্টগ্রামে পৌঁছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular