চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি পতাকা ছিঁড়ল ছাত্রলীগ !

0
31

নিউজ ডেস্ক:

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানি দাতা গোষ্ঠীর দেওয়া একটি অ্যাম্বুলেন্সে ওই দেশের পতাকা থাকায় তা ছিঁড়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের একটি দাতা গোষ্ঠীর দেয়া অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের বহন করে আসছিল। ওই অ্যাম্বুলেন্সে সে দেশের পতাকাও উড়ে আসছে এতদিন। একটি স্বাধীন দেশে এরকম পতাকা উড়ার ঘটনাকে ন্যাক্কারজনক দাবি করে শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা অ্যাম্বুলেন্সে থাকা ওই পতাকা ছিঁড়ে ফেলে। পাশাপাশি অ্যাম্বুলেন্সে পতাকা সম্বলিত সিম্বলও মুছে দেয় তারা।

আলমগীর টিপু বলেন, একটি স্বাধীন দেশে অ্যাম্বুলেন্সে পাকিস্তানি পতাকা উড়বে তা মানা যায়না। তাই আমাদের নেতাকর্মীরা আজকে তা ছিঁড়ে ফেলেছে।