চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত গৃহকর বাতিলের দাবি !

0
35

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রস্তাবিত গৃহকর বাতিলের দাবি জানিয়েছেন করদাতারা। গতকাল রবিবার দুপুরে নগরের শহীদ মিনার প্রাঙ্গনে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে করদাতারা এ দাবি জানান।
সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ করদাতা অংশ গ্রহণ করেন। সমাবেশের আগে করদাকতারা এনায়েত বাজার ওয়ার্ড কার্যালয় ঘেরাও করে কাউন্সিলর মোহাম্মদ সলিমউল্লাহকে একটি স্মারকলিপিও দেন।

গৃহকর নির্ধারণের প্রচলিত পদ্ধতি (আয়তন বা ইমারতের ধরণের ভিত্তিতে) বাদ দিয়ে বাড়ি ভাড়ার ওপর মূল্যায়নের কারণে হোল্ডিং ট্যাক্স অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে’ উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, অসহনীয় কর পরিশোধের ক্ষমতা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের নেই। এ প্রক্রিয়া থেকে সরে আসতে আমরা অনুরোধ জানিয়েছিলাম। সিটি মেয়রের সঙ্গে সাক্ষাতে আমাদের অক্ষমতার কথা বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমাদের সব চেষ্টা বিফলে গেছে।

স্মারকলিপিতে কাউন্সিলরদের আন্দোলনকারীদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, আপনারা এলাকার সন্তান। আমাদের দুঃসময়ে আপনারা ত্রাতা হিসেবে আর্ভিভূত হবেন- সেটাই প্রত্যাশিত।

স্মারকলিপিতে বলা হয়, কর্পোরেশনের সাধারণ সভায় হোল্ডিং ট্যাক্স প্রক্রিয়া বাতিলে আপনাদের নীরবতা আমাদের বিস্মিত করেছে। ভবিষ্যতে এ ধরনের জনবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে আপনাদের লিখিত ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দেওয়ার আহবান জানাচ্ছি।

স্মারকলিপিত আরো বলা হয়, ‘চট্টগ্রাম শহরের অধিকাংশ স্থানই বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে থাকে। রাস্তঘাটের বেহাল দশা! যানজটে নগরবাসীর নাকাল অবস্থা। ড্রেনের ময়লা পানি পেরিয়ে কোমলমতি শিমুরা স্কুলে যায়। এ দৃশ্য বড়ই করুণ। নাগরিকদের জাহান্নামে ঠেলে দিয়ে ন্যূনতম নাগরিক সুবিধা না বাড়িয়ে গলাকাটা করারোপ মরার উপর খড়ার ঘা’র মতো।

সমাবেশে বক্তব্য রাখেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, প্রফেসর আমীর উদ্দিন, হাসান মারুফ রুমী প্রমুখ।