চট্টগ্রাম বন্দরে লাইটারেজ ডুবি !

0
28

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দরে এমভি ‘কৃষ্ণচূড়া’ নামে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এসময় ওই জাহাজের ৯ নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তারা হলেন- এম ইকবাল মোল্লা, এম রানা মোল্লা, এম রাসেল মোল্লা, এম জুলফিকার আলী, এম নাজির শেখ, এম জামাল শেখ, লালচান শেখ, এম এরশাদ মিয়া  এবং এম বাহার উদ্দিন।

কোস্ট গার্ড জানায়, ৬শ’ টন কয়লা নিয়ে বন্দরের বহির্নোঙ্গরের ১ নং বয়া থেকে ৩ মাইল উত্তর পশ্চিমে নোঙ্গর করা ছিল কৃষ্ণচূড়া। তখন সমুদ্রের প্রচন্ড বাতাসে জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে পড়ে। এতে ইঞ্জিন বিকল হয়ে লাইটারেজটি ডুবতে থাকে। এসময় কোস্টগার্ডের একটি টহল দল সংকেত পেয়ে তাদের উদ্ধার করে।