বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চট্টগ্রামে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ !

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে চারশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে আজাদ ভুইয়া, মানিক মিয়া এবং ইমাম হোসেন নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানে ফেনসিডিল পরিবহনে ব্যবহার করা ট্রাকটিও জব্দ করা হয়। শুক্রবার রাতে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ফেনী থেকে ফেনসিডিল পরিবহন করার ট্রাক চট্টগ্রামে আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের সঙ্কেত পেয়ে ট্রাকটি থামার পর তা থেকে নেমে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চারশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular