নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের গভীর সাগরে অভিযান চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব- ৭ এর একটি টিম। আটকদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিকও রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গভীর সাগরে অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করে। ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এসময় ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জন আটক করা হয়। সকাল এগারটায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।