নিউজ ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পেঠান শীল (৭০) নামে এক ব্যক্তি স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা করেছেন। এসময় তিনি ছেলের বউকেও কুপিয়ে আহত করেন। পেঠান শীলকে পুলিশ আটক করেছে
মঙ্গলবার গভীর রাতে উপজেলার পুটিবিলা এলাকায় ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেটান শীলের স্ত্রী পুষ্প বালা (৬৫) ও তার নাততি সঙ্গীতা শীল (৪ মাস)। গুরুতর আহত অবস্থায় ছেলের বউ মনিবালা শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পারিবারিক বিরোধের জের ধরে পেঠান শীল নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, ছেলের বউ ও নাতনিকে কুপিয়ে আহত করেন। এসময় ঘটনাস্থলেই স্ত্রী পুষ্প বালা ও নাততি সঙ্গীতা শীলের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত ছেলের বউকে প্রথমে লোহাগাড়া উপজেলা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।